ফের ইসিএলের পরিত্যক্ত আবাসন ধসে পড়ল। এবার মঙ্গলবার বিকেলে পাণ্ডবেশ্বরের পন্থনগর এলাকায় ইসিএলের দুটি পরিত্যক্ত আবাসন ভেঙ্গে পড়ল। অল্পের জন্য প্রাণে বাঁচলো দুটি পরিবারের বেশ কয়েকজন। স্থানীয়রা জানান, এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ হটাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইসিএলের একটি আবাসনের একাংশ। আবাসনের উপর তলায় ও নীচের তলায় দুটি পরিবার ছিলেন। দীর্ঘদিন ধরেই এই আবাসনগুলো বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ইসিএল থেকেও এই পরিত্যক্ত আবাসনগুলো বিপজ্জনক বলে নোটিস দেওয়া হয়। যারা সেগুলিতে বসবাস করছেন তাঁদের সেগুলো ছেড়ে চলে যেতে বলা হয়।
বাসিন্দারা বলেন, ‘এই ভাবে হঠাৎ চলে যেতে বললে তাঁরা কোথায় যাবেন? ইসিএলকে তাঁদের বসবাসের জন্য সঠিক পুনর্বাসন দিতে হবে।’ পুনর্বাসন না পাওয়ায় বাধ্য হয়েই বাসিন্দারা ঝুঁকি নিয়ে এই পরিত্যক্ত আবাসন গুলিতে বসবাস করছেন। প্রসঙ্গত, আবাসনগুলির বাসিন্দাদের অধিকাংশই জাবরদখলকারী বলে দাবি ইসিএলের। যদিও অন্ডালের জামবাদের মত আজও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু বরাত জোরে প্রাণে বেঁচে যায় দুটি পরিবার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ইসিএলের আধিকারিকরা। ওই আবাসনের চারিপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আপাতত আবাসনগুলি থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলেছে ইসিএল কর্তৃপক্ষ।