দুর্গাপুর পৌরনির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে বৃহস্পতিবার প্রচারে এসে পুলিশকে একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পৌরনির্বাচনে বিজেপি প্রার্থীদের প্রার্থীপদ প্রত্যাহার ও নির্বাচনে প্রচার না করার পুলিশি হুমকির অভিযোগ করে এদিন বিজেপির রাজ্য সভাপতি শাসকদল তৃণমূল কংগ্রেসের তাঁবেদারি করার জন্য সরাসরি পুলিশকেই আক্রমণ করেন।
দিলীপবাবুর অভিযোগ শাসকদলের নেতারা বিজেপি প্রার্থীদের পরিবারকে ভয় দেখাতে বাড়িতে সাদা থান কাপড় পাঠাচ্ছে। একই সঙ্গে পুলিশও শাসকদলকে তোষামোদ করতে বিজেপি প্রার্থীদের বাড়িতে গিয়ে মিথ্যে মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন প্রান্তিকা পাঁচমাথা মোড়ের সভা থেকে সারদা, নারদ নিয়ে কটাক্ষ করার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন, বিজেপিই পারে দুর্নীতি মুক্ত পৌরসভা দিতে। দুর্গাপুরের মানুষকে পৌরনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে দিলীপবাবু দুর্নীতি মুক্ত পৌর প্রশাসন দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন, বিজেপিই আগামী দিনে বাংলা শাসন করবে কেবলমাত্র প্রধানমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে।
এদিন বিজেপির সমস্ত প্রার্থীদের নিয়ে দিলীপ ঘোষের নেতৃত্বে বিশাল মিছিল বের হয়। বিজেপি কর্মীরা মিছিলে হাঁটতে থাকলেই মাঝপথে দিলীপবাবু মাতৃদর্শনে ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে ঢুকে পড়েন। কালী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি বেশ কিছুটা সময় কাটান সেখানে। ভিড়িঙ্গী কালী বাড়ির পক্ষ থেকে সেবাইত অমিত ঠাকুর দিলীপবাবুকে ভিড়িঙ্গী কালী মন্দিরের ইতিহাস সম্বলিত বই উপহার দেন। এদিন প্রান্তিকা ছাড়াও দুর্গাপুরের মেনগেট ও গোপালমাঠে প্রচার সভায় অংশ নেন দিলীপবাবু।