মোবাইলে আসক্তির জন্য মায়ের বকাবকির জেরে অভিমানে আত্মঘাতী হল এক ছাত্র। মৃত ছাত্রের নাম শ্যাম পাত্র (১৩), বাড়ি মেমারি থানার কুচুট গ্রামে। কুচুট উচ্চ বিদ্যালয়ের ছাত্র শ্যামের মৃতদেহ রবিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, সানসেটের রডে গলায় গামছার ফাঁস দিয়ে ঝুলে পড়ে ওই ছাত্র। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মেমারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ছাত্রটির বাবা জানিয়েছেন, পড়াশুনায় মন না দিয়ে মোবাইল গেমে আসক্তির জন্য তার মা তাকে বকাবকি করেছিল, সেইজন্যই শ্যাম আত্মহত্যা করেছে।
Like Us On Facebook