স্কুল বিল্ডিংয়ের কার্নিশ থেকে খসে পড়া চাঙরের আঘাতে জখম হল বর্ধমান হরিসভা গার্লস স্কুলের প্রাথমিকের পড়ুয়া রাম্পা চন্দ্র। জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। চাঙরের আঘাতে জখম পড়ুয়ার মাথায় ৪ টি সেলাই পড়েছে। স্কুল বিল্ডিং রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন আহত ছাত্রীর পরিবারের লোকজন। অবিলম্বে স্কুল বিল্ডিং মেরামত করা না হলে যেকোন দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাঁরা আশঙ্কাও প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রতিদিনের মতোই এদিনও স্কুলে যায় হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয়ের(প্রাথমিক) তৃতীয় শ্রেণীর পড়ুয়া রাম্পা চন্দ্র। স্কুল ছুটি হওয়ার পর স্কুলের গেটের কাছে বাবার জন্য অপেক্ষা করছিল রাম্পা। সেই সময়ই হঠাৎ করে তার মাথার উপর খসে পড়ে কার্নিশের চাঙর। গুরুতরভাবে জখম রাম্পাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান হাসপাতালে। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত ঘোষ জানিয়েছেন, এই ঘটনায় তাঁরা দ্রুত আহত ছাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেছেন। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর রত্না রায়, অজিত খাঁ প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত ঘোষ জানিয়েছেন, স্কুলের এই অবস্থা দ্রুত মেরামতের জন্য তাঁরা উদ্যোগ নিচ্ছেন।