‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’য় সমাজে পিছিয়ে পড়া মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সামগ্রী বিতরণ করা হল পান্ডবেশ্বরের লাউদোহার জামগড়া গ্রামে। শনিবার ৩০ জন বিপিএল কার্ডধারী মহিলাকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার ও সামগ্রী হাতে তুলে দেন পান্ডবেশ্বরের বিজেপি নেতা জীতেন চ্যাটার্জী। রান্নার গ্যাসের সংযোগ ও সামগ্রী পেয়ে গ্রামবাসীরাও খুশীর কথা জানান। বিজেপির দলীয় সূত্রে জানা গেছে বিপিএল কার্ডধারী সমাজে পিছিয়ে পড়া মহিলাদের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আবেদন অনুসারে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে অন্যতম হল সমাজে পিছিয়ে পড়া মহিলাদের উন্নয়নের সামনের সারিতে বসানো। এই জন্যই পিএমও সর্বাগ্রে বিশেষ করে গ্রামগঞ্জের বিপিএল কার্ডধারী মহিলাদের কল্যাণে সম্পূর্ণ বিনামূল্যে রান্নার গ্যাস ও সামগ্রী বিতরন করার কর্মসূচি চালু করেছে। পান্ডবেশ্বরের বিজেপি নেতা জীতেন চ্যাটার্জী বর্ধমান ডট কমকে বলেন, ‘সম্পূর্ণ প্রতিকুল পরিবেশে বিভিন্ন বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিপিএল কার্ডধারী ৩০ জন সমাজে পিছিয়ে পড়া মহিলার হাতে উজ্জ্বলা যোজনার সম্পূর্ন বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরেছি। পান্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় একই ভাবে পর্যায়ক্রমে আবেদন অনুসারে অন্যান্য মহিলাদের হাতেও রান্নার গ্যাস সামগ্রী তুলে দেওয়া হবে।’ পান্ডবেশ্বর একমাত্র এলাকা যেখানে উন্নয়নের প্রশ্নে কেন্দ্রীয় যোজনার সমস্ত কর্মসূচিগুলি শুরু করা হয়েছে বলে দাবি জীতেন বাবুর। শত বাধা এলেও আগামী দিনেও প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নের কর্মসূচি পশ্চিম বঙ্গের ঘরে ঘরে বাস্তবায়িত করব আমরা বলে চ্যালেঞ্জ জানান জীতেনবাবু।
Like Us On Facebook