বর্ধমানের একটি কারখানায় ব্যবহৃত অ্যাসিডের তীব্রতার জেরে মানুষ ও জন্তু জানোয়ার অসুস্থ হয়ে পড়ার অভিযোগ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন স্থানীয় মানুষজন। বর্ধমান শহরের রায়ান ১নং গ্রাম পঞ্চায়েতের অধীন মালিরবাগান মাঠপাড়ায় একটি ইমিটেশন কোম্পানিতে যথেচ্ছভাবে অ্যাসিড ব্যবহারের দরুণ গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে ওই কারখানা থেকে নির্গত বিষাক্ত অ্যাসিড মিশ্রিত জল খেয়ে একের পর এক গরু ছাগলের মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনাও সৃষ্টি হল। শনিবার সকালেও একটি ছাগলের মৃত্যুর ঘটনায় এলাকার মানুষজন বর্ধমান থানায় গিয়ে ওই কারখানাকে দ্রুত বন্ধ করে দেওয়ার দাবি জানালেন। ওই এলাকার বাসিন্দা সঞ্জু মণ্ডল জানিয়েছেন, মালিরবাগান পশ্চিমপাড়ায় রেহেনা ইমিটেশন গোল্ড পালিস নামে একটি কারখানা রয়েছে। সম্প্রতি তারই একটা শাখা চালু করা হয়েছে মাঠপাড়ায়। কিন্তু ওই কারখানা থেকে নির্গত বিষাক্ত অ্যাসিডের গন্ধে গোটা এলাকার মানুষ শ্বাসকষ্ট সহ নানাবিধ সমস্যায় ভুগতে শুরু করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিশেষত, এলাকার শিশুরা চরম অসুস্থ হয়ে পড়তে শুরু করেছে। গত এপ্রিল মাস থেকে ওই কারখানাটিকে বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের সর্বস্তরে আবেদনও জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে, খোদ ওই কারখানার মালিক ওমর আলি সেখ পাল্টা অভিযোগ করেছেন, তাঁর কারখানার যাবতীয় অনুমোদন রয়েছে। রয়েছে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রও। তাঁর কারখানায় প্রতিদিন প্রায় ৩০জন কাজও করেন। তিনি জানিয়েছেন, এলাকার কয়েকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাঁকে অপদস্থ করার চেস্টা করছে।

Like Us On Facebook