বর্ধমান শহরকে সুশোভিত শহর হিসাবে গড়ে তোলার অঙ্গ হিসাবে শহরের বিশেষ বিশেষ জায়গায় লাগানো হয়েছিল ‘আই লাভ বর্ধমান’ বোর্ড। মঙ্গলবার সেই আই লাভ বর্ধমান বোর্ডকেই দুষ্কৃতিরা ভেঙে দিল। বর্ধমানের রেল উড়ালপুলের এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার পুলিশকে এব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে কে বা কারা উড়ালপুলে লাগানো এই আই লাভ বর্ধমান বোর্ডকে ভাঙার চেষ্টা করে। সকালেই বিষয়টি দেখতে পেয়ে সোচ্চার হন সাধারণ মানুষ। পথচারী সুরথ মল্লিক জানিয়েছেন, বর্ধমানের গর্ব এই উড়ালপুলের উপর এই আই লাভ বর্ধমান বোর্ড লাগানোর পর উড়ালপুলের সৌন্দর্য্য আরও বাড়ে। কিন্তু তাতে কার ক্ষতি হচ্ছে এটাই অবাক করেছে তাঁদের। বিকাশ মুখার্জী জানিয়েছেন, যাঁরা এই কাজ করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উল্লেখ্য, বর্ধমান পুরসভায় প্রশাসক নিয়োগ করার পর প্রণব চট্টোপাধ্যায়ের উদ্যোগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় এই বিশালাকার আই লাভ বর্ধমান ফলক লাগানো হয়। সন্ধ্যা হলেই আলোর রোশনাইয়ে সেজে ওঠে এই ‘আই লাভ বর্ধমান’। এই ফলক লাগানোর পর তা নিয়ে বিশেষত টিন এজারদের মধ্যে ব্যাপক প্রভাব পড়ে। কার্যত সেলফি জোনে পরিণত হয় এই আই লাভ বর্ধমান ফলকের সামনের অংশ।