গরম চপ কিনে মুড়িতে মাখতে গিয়ে ক্রেতার চোখ ছানাবড়া। শনিবার পানাগড় বাজারের বাসস্ট্যান্ডের একটি মিষ্টির দোকান থেকে কেনা চপের মধ্যে মরা আরশোলা বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলকায়। ঘটনার খবর পেয়ে এলাকার যুবকরা ওই দোকানের মালিকের কাছে বিষয়টি তুলে ধরলে উল্টে দোকান মালিক এলাকার যুবকদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।
কাঁকসা ব্লকের তৃণমূল নেতা জানিয়েছেন, ঘটনার সম্পর্কে তিনি জানতে পেরেছেন। তিনি স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন এই বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানালে প্রশাসন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তবে স্থানীয়রা জানিয়েছেন, এই ধরণের ঘটনা এর আগেও হয়েছে। কখনও আরশোলা, কখনও আরশোলার শরীরের অংশ পাওয়া যায় খাবারে। বারবার দোকান মালিককে জানালেও কোন লাভ হয় না। এলাকার মানুষজনের অভিযোগ, ওই মিষ্টির দোকানের রান্নাঘর রীতিমত অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর।