মেমারির ছিনুই শিতলাতলা এলাকায় ভেজাল সরষের তেল কারখানায় অভিযান চালিয়ে মেমারি থানার পুলিশ ৫২ টি ভেজাল সরষের তেল ভর্তি টিন, ৭২ টি খালি টিন, নগদ ৫০ হাজার টাকা সহ একটি তেল ভর্তি ভোজ্য তেলের ট্যাঙ্কার বাজেয়াপ্ত করেছে। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মেমারির ছিনুই শিতলাতলা এলাকায় একটি ভোজ্য তেলের ট্যাঙ্কার থেকে তেল চুরি করা হচ্ছে বলে খবর আসে মেমারি পুলিশের কাছে। এরপরই মেমারি থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি তেল প্যাকেজিং করার গোডাউনের হদিশ পায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৫২ টিন নকল সরষের তেল, ৭২ টি খালি টিন ও ৫০ হাজার টাকা ও বেশ কিছু নামী কোম্পানির স্টিকার বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, এখানে রাইস অয়েলের সাথে রাসায়ানিক মিশিয়ে সরষের তেল তৈরি করে বিভিন্ন কোম্পানির স্টিকার সেঁটে তা বাজারে বিক্রি করা হত। এমনকি সেই তেলে সর্ষের তেলের মতো ঝাঁঝ ও রঙ আনতে নানা ধরনের রাসায়নিক ব্যবহার করা হত। পুলিশ নকল সরষের তেল বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। আজ তাদের বর্ধমান আদালতে তোলা হয়।
সামগ্রিকভাবে ভেজাল তেল তৈরির সাথে আর কারা জড়িত, কিভাবে বা কাদের মাধ্যমে সেই তেল বাজারজাত হত তা খতিয়ে দেখছে মেমারি থানার পুলিশ। পাশাপাশি কতটা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল তাও খতিয়ে দেখতে পুলিশের পক্ষে রাসায়নিকের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।