পূর্ব বর্ধমানের শক্তিগড়ে রেল লাইন থেকে কিশোরের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। এক কিশোর ও কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার জেরেই এই খুন বলে দাবি পরিবারের। সম্পর্ক থেকে বেরিয়ে না এলে ফল ভালো হবে না বলে আগেই হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ কিশোরের পরিবারের। গতকাল রাতে রেল লাইনের পাশ থেকে কিশোরের দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার বিকেলে বাজার করতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল ওই কিশোর। মেয়ের বাবা তাঁর ছেলেকে খুন করেছে বলে অভিযোগ কিশোরের মায়ের। শক্তিগড় থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ করেছে কিশোরের পরিবার। প্রতিবাদে শক্তিগড়ের বড়শুল মোড়ে দেহ নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হন। পরে শক্তিগড় থানায় অভিযোগ দায়ের করে কিশোরের পরিবার। অভিযোগের পরিপ্রেক্ষিতে কিশোরীর বাবা সেখ আমিরকে আটক করেছে পুলিশ।