ধান কেনায় গতি আনতে সোমবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পূর্ব বর্ধমান জেলা পরিষদের খাদ্য স্থায়ী সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত হল। এই সভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, খাদ্য কর্মাধ্যক্ষ মেহেবুব মণ্ডল, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, খাদ্য কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল, নারী শিশু কর্মাধ্যক্ষ মিঠু মাঝি, মৎস্য কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র সহ জেলা খাদ্য নিয়ামক আবির বালি প্রমুখরা।
এদিন প্রদীপবাবু জানিয়েছেন, জেলায় ধান কেনার কাজে গতি আনতে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধান কেনার কাজে কোথাও কোন অসুবিধা রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রতিটি এলাকায় ফোরম্যান কমিটির মাধ্যমে তা দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন খাদ্য নিয়ামক জানিয়েছেন, জেলার ১৫০টি রাইস মিলের মধ্যে এখনও মাত্র ৭৮টি রাইস মিল ধান কেনার কাজে এগিয়ে এসেছে। ফলে কিছু সমস্যা হচ্ছে। তাই প্রতিটি এলাকায় থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায়গুলিকেও এই কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।