জামিন নামঞ্জুর বর্ধমান পৌরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়ের। পুনরায় ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ। ৩ দিনের হেফাজত শেষে সোমবার আসানসোলের সিজিএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বর্ধমান সানমার্গ চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে প্রণব চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, এমনই বেশ কিছু তথ্য প্রমাণ সিবিআইয়ের পক্ষ থেকে সোমবার আদালতে দাখিল করা হয়। পাশাপাশি সিবিআইয়ের আইনজীবী প্রণব চট্টোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় তুলে ধরে প্রভাবশালী তত্ত্ব খাড়া করে। তাঁকে জামিন দিলে প্রমাণ লোপাট করতে পারেন এমন কথাও বলেন সিবিআইয়ের আইনজীবি। এরপরই বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
Like Us On Facebook