কাঁকসার গোপালপুরে কাঁচি দিয়ে স্বামীকে আঘাত করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। জখম স্বামীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাঁকসার গোপালপুরের বাসিন্দা অভিজিৎ দেবনাথ ও দিপ্সিতা দেবনাথের মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। দুই জনের অশান্তি পরে হাতাহাতিতে পৌঁছায়। রাগের মাথায় স্ত্রী দিপ্সিতা দেবনাথ কাঁচি নিয়ে তাঁর স্বামীর পায়ে আঘাত করেন বলে অভিযোগ। স্বামী অভিজিৎ দেবনাথের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিজিৎবাবুকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর স্থানীয় মানুষজন অভিজিৎবাবুর স্ত্রী দিপ্সিতা দেবনাথকে বাড়ির সামনে গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ গিয়ে পিরিস্থিতি সামাল দেয়। অভিজিৎবাবুর স্ত্রীকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।