ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে কাঁকসার বিরুডিহা ফুটবল ময়দানে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হল। আজ প্রতিযোগিতার সূচনা করেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস সহ এলাকার বিশিষ্টজনেরা। ক্লাবের সদস্যরা জানিয়েছেন, এলাকায় ফুটবলের প্রতি উৎসাহ বাড়াতে তাঁরা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নিয়েছে।
Like Us On Facebook