গলসির সিমনরে ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে গেল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোলকাতা থেকে একটি যাত্রীবাহী বাস বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল। জাতীয় সড়কের সিমনোর মোড়ের কাছে বাসটির সামনে চলা একটি ট্যাঙ্কার হঠাৎ ব্রেক কষে। চালক বাসটিকে সময় মতো নিয়ন্ত্রণ করতে না পারায় ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মেরে বাসটি নয়ানজুলিতে নেমে যায়। দুর্ঘটনার জেরে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছে বাসটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

Like Us On Facebook