আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শনিবার কাঁকসা থানার পুলিশের উদ্যোগে কাঁকসার পানাগড় বাজারের রণডিহা মোড় সংলগ্ন মোনালিসা হোটেলের একটি অডিটোরিয়ামে এলাকার যুবক-যুবতী ও বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে একটি সচেতনতামূলক প্রচার সভা অনুষ্ঠিত হল। সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষক কলিমুল হক, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা সহ এলাকার বিশিষ্ট চিকিৎসক এবং সমাজ সেবীরা। এদিন সভায় এলাকার যুবক-যুবতীদের মাদক বিরোধী প্রচারে অংশ নিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সচেতন করে নেশা মুক্ত সমাজ গড়ে তোলার আবেদন করেন সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। যে সমস্ত মানুষরা ড্রাগের নেশা থেকে মুক্তিলাভ করেছেন সেই সমস্ত মানুষেরা কিভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন সেই অভিজ্ঞতা ও নেশা মানুষের জীবনে কি কি ক্ষতি করে সেই বিষয় গুলি তুলে ধরেন বিশিষ্টজনেরা। শনিবার দুর্গাপুরেও পুলিশের উদ্যেগে আন্তজার্তিক মাদক বিরোধী দিবস পালিত হয়।