সাইবার প্রতারণার অভিযোগে কাঁকসা থেকে দুই ব্যাক্তিকে গ্রেফতার করল ওড়িশার কটক থানার পুলিশ। ধৃতদের ট্রানজিট রিমান্ডে কটকে নিয়ে গেল ওড়িশা পুলিশ। ধৃতদের নাম অঙ্কিত রায় ও প্রকাশ ঠাকুর। সুত্রের খবর, ধৃতরা আন্তঃরাজ্য জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের বিরূদ্ধে মোবাইল টাওয়ার বসানো নিয়ে ৩৭ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ আছে।

পুলিশ সুত্রের খবর, গত কয়েকমাস আগে এই জালিয়াতি চক্রের এক পান্ডা অভয় গিরিকে বিহার পুলিশ গ্রেফতার করে। ইতিমধ্যেই ওড়িশায় এক ব্যক্তি ৩৭ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে কটক থানার পুলিশ। এরপর বিহার পুলিশের সাহায্য নিয়ে ধৃত অভয় গিরিকে জিজ্ঞাসাবাদ করেই অঙ্কিত রায় ও প্রকাশ ঠাকুর পর্যন্ত পৌঁছায় পুলিশ। অভয় গিরি ও অঙ্কিত রায় সম্পর্কে শালা-ভগ্নিপতি। ধৃতরা পানাগড় রেল পাড়ের বাসিন্দা। জানা গেছে, প্রতারণার মোটা অঙ্কের টাকার লেনদেন অঙ্কিত রায়ের অ্যাকাউন্টের মাধ্যমেই হত। তবে এই আন্তঃরাজ্য জালিয়াত চক্রের সঙ্গে আরও কেউ জড়িয়ে আছে কিনা তাও তদন্ত করে দেখবে ওড়িশা পুলিশ।

Like Us On Facebook