মাইথন বুক লাভার্স গিল্ড এর উদ্যোগে মাইথনে শুরু হয়েছে বই মেলা ২০১৭। এবছর মেলায় ৩৫ টি বইয়ের স্টল হয়েছে। মেলার উদ্বোধন করেন নিধি জয়সওয়াল। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সীমানার এই বইমেলা উভয় রাজ্যের পুস্তকপ্রেমীদের বইয়ের চাহিদা পূরণ করছে। দুই রাজ্যের কবি ও সাহিত্যিকদের সেতু বন্ধন করছে এই বই মেলা।
Like Us On Facebook