জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন পূর্ব ভাতাড় ও পশ্চিম ভাতাড়ের। বর্ধমান শহরের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন। ভাতাড়ের নারায়ণপুর গ্রামের কাছের ঘটনা। ভাতাড়-বর্ধমান ভায়া কামারপাড়া যাওয়ার প্রধান রাস্তা এটি। এই রাস্তার নারায়ণপুর গ্রামের কাছে পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ চলছিল। তার জন্যই অস্থায়ীভাবে একটি সেতু নির্মাণ করা হয়েছিল। জলের তোড়ে সেই সেতু ভেঙেই বিপত্তি। প্রতিদিন এই রুটেই চলে ৮ থেকে ১০ জোড়া বাস। চলে অনান্য যানবাহনও। তাই সেতু ভেঙে যাওয়ায় সম্পূর্ণ বিপর্যস্ত যান চলাচল। চরম সমস্যায় প্রায় ১৫ টি গ্রামের বাসিন্দা সহ নিত্যযাত্রীরা। বুধবার বিকেলে সেতু ভাঙার খবর মিলতেই ঘটনাস্থলে ছুটে যান ভাতাড়ের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান বিধায়ক।

Like Us On Facebook