.
রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে দুর্গাপুরে এসে পৌঁছালেন। পায়ে চোট পাওয়ার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জেলা সফর। রবিবার বিকেলে দুর্গাপুরে পৌঁছে তিনি গান্ধী মোড় ময়দান হেলিপ্যাড থেকে সিটি সেন্টারের সিটি রেসিডেন্সি হোটেল হুইল চেয়ারে করে প্রায় ৩০০ মিটার যান। রাস্তার দু’ধারে অসংখ্য দলীয় কর্মী সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী ও দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল সহ তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা-কর্মীদের পাশে নিয়ে হুইল চেয়ারে করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান এবং রাস্তার দু’পাশে উপস্থিত সকলকে নমস্কার জানান। গোটা রাস্তা কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়। জানা গেছে, মুখ্যমন্ত্রী দুর্গাপুরে দু’রাত থাকবেন। এখান থেকেই বাঁকুড়া-পুরুলিয়ায় নির্বাচনী প্রচারে যাবেন। মঙ্গলবার ফের কলকাতা উড়ে যাবেন হেলিকপ্টারে। দুর্গাপুরেও দলীয় নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী রণকৌশল ঠিক করবেন বলেও জানা গেছে।