.

পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেল কয়েকশো পাঠ্য পুস্তক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। বিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা জানিয়েছেন, বিদ্যালয় বন্ধ থাকার কারণে বিষয়টি নজরে আসেনি। তবে আজ এক ছাত্রের ভর্তির ব্যবস্থা করতে গিয়ে কর্মীরা দরজা খুলে বিষয়টি দেখে কাঁকসা থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয়রা জানিয়েছেন, বিদ্যালয়ে সন্ধ্যা হলেই বহিরাগতরা আড্ডা জমায়। তাঁরাই এই ধরণের কাজ করেছে বলে অনুমান স্থানীয়দের। প্রসঙ্গতঃ এর আগেও এই বিদ্যালয়ে দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। বারবার বিদ্যালয়ের সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

Like Us On Facebook