.
কাঁকসায় অপহরণ কাণ্ডে দোষী ব্যক্তিকে সোমবার তোলা হল দুর্গাপুর মহকুমা আদালতে। অভিযোগ, গত শনিবার কাঁকসার মুচিপাড়ার একটি হোটেল থেকে বরাকরের বাসিন্দা আজিতেশ মন্ডলকে অপহরণ করা হয়। একটি গাড়িতে করে তাঁকে অপহরণ করে অপহরণকারীরা তুলে নিয়ে যায় বর্ধমানে। কাঁকসা থানায় অভিযোগের পর বর্ধমান থেকে অপহৃত আজিতেশ মন্ডলকে উদ্ধার করে নিয়ে আসে কাঁকসা থানার পুলিশ। অপহরণের সাথে যুক্ত বর্ধমানের বাদামতলার বাসিন্দা ধ্রুবজ্যোতি চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ, উদ্ধার হয় অপহরণের সাথে যুক্ত গাড়িটিকেও। গত শনিবার কাঁকসা থানার পুলিশ অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাঁকে দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সহ আরও চার জন অপহরণের সাথে যুক্ত রয়েছে। তাঁদের সন্ধান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। বিপুল টাকা লেনদেনের বিষয় নিয়ে অপহরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তের বিরুদ্ধে ৩৬৩/৩৬৫/৩৬৪-এ ধারায় মামলা রুজু করেছে কাঁকসা থানার পুলিশ। সোমবার ফের অভিযুক্ত ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।