করোনা আবহে এবারের মকর সংক্রান্তি। তাই পূন্য স্নানেও করোনা সতর্কতা অবলম্বন করতে প্রশাসন একগুচ্ছ কড়া নির্দেশ দিয়েছে অজয় নদের জয়দেব মেলা কমিটিকে। তাই স্বাস্থ্য বিধি মেনে এবারের জয়দেব মেলা হচ্ছে যেমন তেমনই স্বাস্থ্য বিধি মেনেই মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা পূন্য স্নান করছেন জয়দেব কেন্দুলীতে।
দুরদুরান্ত থেকে এবার সেরকম ভাবে জয়দেব মেলায় লোকজন আসেনি মকর সংক্রান্তির পূন্য স্নান করতে। তেমনই স্থানীয় মানুষও অজয় নদের জলে ডুব দিয়ে স্নান পর্ব সম্পন্ন হতেই মেলাতে বেশি ঘোরাঘুরি না করে নিজের নিজের বাড়ি ফিরছেন। সেভাবে আখড়াতে গান বাজনা, বাউল মেলা বা আনন্দ উল্লাসও নেই। বর্ধমান থেকে গত ১৬ বছর ধরে জয়দেব মেলায় মকর সংক্রান্তির পূন্য স্নান করতে আসা উমেশ মাজি বললেন, ‘আমি ১৬ বছর ধরে জয়দেব মেলায় স্নান করতে আসছি। এবারের মতো মেলা কোন বার হয়নি। এবার করোনা আবহের জন্য অনেক নিয়ম কানুন মানতে হয়েছে মেলা কমিটিকে। তাই এবার জয়দেব মেলায় নেই কোন আড়ম্বর। স্নানের হুড়োহুড়ি নেই। আখড়াতেও সেভাবে গান বাজনা বাউল গান নেই। খুব সাদা মাটা ভাবে জয়দেব মেলায় এবার মকর সংক্রান্তির পূন্য স্নান হচ্ছে।’