এক সাজা প্রাপ্ত বন্দির হাতে খুন হল অন্য এক বিচারাধীন বন্দির। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম বাবু শেখ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। মাদক সংক্রান্ত মামলায় তিনি তিন বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন। খুনের ঘটনায় অভিযুক্তের নাম মিঠুন শীল। তাঁর বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায়। বেলেঘাটা থানার পুলিশ প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করেছিল। সাত বছরের সাজাপ্রাপ্ত এই বন্দি গত বছরের আগস্ট মাসে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার আসে।

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জেলের ভিতর ক্যান্টিনের সামনে এই ঘটনা ঘটে। দু’জনের মধ্যে ক্যান্টিনের খাবার নেওয়া নিয়ে বচসা বাধে। সেই সময় মিঠুন বাবু শেখকে মারধর করে। তাতেই অচেতন হয়ে পড়ে বাবু শেখ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কেন এই খুন তা জানতে মিঠুনকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। আদালতের অনুমতি নিয়ে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হবে।

Like Us On Facebook