দুর্গাপুর পুরসভার সমস্ত বকেয়া কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। যদি দুর্গাপুর পুরসভার পর্যাপ্ত ফান্ড না থাকে তাহলে সেই ফাইল আমার কাছে পাঠান। আমি ফান্ডের ব্যবস্থা করে মানুষের প্রয়োজন মেটাবো। বুধবার দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার আগে দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থিকে ডেকে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘মানুষের প্রয়োজন আগে মেটাতে হবে।’
রাস্তা-ঘাট মেরামতি থেকে রাস্তায় আলোর ব্যবস্থা, এমনকি পানীয় জলের সুবিধা কতটা পাচ্ছে দুর্গাপুরের মানুষ সেইসব বিষয়েও খোঁজখবর নেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থির কাছে। এদিন মুখ্যমন্ত্রী সরাসরি মেয়র দিলীপ অগস্থিকে দুর্গাপুরের ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য করার জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সরলিকরণ করে দ্রুত লাইসেন্স দেওয়ার নির্দেশ দেন। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুর পুরসভার সমস্ত কাউন্সিলরদের ডেকে মতপার্থক্য, মান-অভিমান ভুলে একসঙ্গে কাজ করার নির্দেশ দেন।
উল্লেখ্য, এদিন দুর্গাপুর পুরসভার বেশকিছু কাউন্সিলরকে মুখ্যমন্ত্রীর ডাকা মিটিংয়ে দেখা যায় নি। এই বিষয়ে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি বলেন, ‘খুব কম সময়ে হঠাৎ করে ম্যাডাম আমাদের ডেকে পাঠান, তাই এক-দুজন আসতে পারেন নি। কেউ বাইরে আছেন, আবার কেউ অসুস্থ তাই। এছাড়া অন্য কিছু নয়।’ এদিন মেয়র বলেন, ‘আমাদের সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাছাড়া মানুষের প্রয়োজনে বকেয়া সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। যদি দুর্গাপুর পুরসভার কোন কাজ করার জন্য ফান্ড না থাকে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে ফাইল পাঠিয়ে দিলে উনি মানুষের প্রয়োজনে সেই ফান্ডের ব্যবস্থা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’