ছাগল ধরে সমস্যায় পুলিশ, মালিকের খোঁজে ভাতাড় থানার পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্বের পাশাপাশি এবার ৬ অবলা প্রাণীকে সকাল থেকে রাত পর্যন্ত কড়া পাহারা আর তাদের দেখভাল করতে হচ্ছে ২ সিভিক ভলাণ্টিয়ার আর এক পুলিশ কনস্টেবলকে। কার্যতই ছাগল নিয়ে এখন পাগল পাগল অবস্থা দাঁড়িয়েছে বর্ধমানের ভাতাড় থানার পুলিশের।
সম্প্রতি ভাতাড় অঞ্চল জুড়ে একাধিক ছাগল চুরির অভিযোগ উঠতে শুরু করেছে। দিন পাঁচেক আগে ভাতাড় থানার পুলিশ ও সিভিক ভলাণ্টিয়াররা বলগোনা বাজারে রাতে টহল দেওয়ার সময় ৪টি ছাগলকে রাস্তায় চড়ে বেড়াতে দেখেন। কোথা থেকে এল এই ছাগল – তা নিয়ে বিস্তর খোঁজ খবর করলেও মেলেনি ছাগলের মালিক। আর তাই কি করা যায় – বাধ্য হয়েই থানার বড়বাবুর হুকুমে ৪টি ছাগলকেই সেদিন নিয়ে আসা হয় থানায়। উদ্দেশ্য ছিল সঠিক মালিকের হাতে ছাগলগুলিকে তুলে দেওয়া। কিন্তু ৫ দিন পার হয়ে গেলেও ছাগলের মালিকের সন্ধান মেলেনি। তারই মাঝে আরও সমস্যা বাড়িয়েছে একটি মা ছাগল। বুধবারই সেই মা ছাগলটি দুটি সন্তানের জন্ম দিয়েছেন থানাতেই। এখন সাকুল্যে ৬টি ছাগলকে নিয়ে রীতিমত নাজেহাল অবস্থা ভাতাড় থানার পুলিশের। সকাল থেকে তাদের খাবারের জন্য পাতা জোগাড় থেকে তাদের রক্ষণাবেক্ষণের জন্য জন্য ২ জন সিভিক ভলাণ্টিয়ারকেও নিযুক্ত করা হয়েছে। কোনভাবেই যাতে সদ্য মা হওয়া ছাগল আর তার সন্তানদের কোন অসুবিধা না হয় এবং বাকি ছাগলগুলিরও যাতে কোনরকম স্বাস্থ্যহানি না হয় সে ব্যাপারে কড়া নজর ভাতাড় থানার সিভিক ভলান্টিয়ার ও পুলিশকর্মীদের।