নিম্নচাপের ফলে বেশ কয়েক দিন ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত জনজীবন। একটানা বৃষ্টিপাতের জেরে মাঝপাড়ার বাসিন্দা পেশায় রিকশাচালক অশোক স্বর্ণকারের বাড়ি একাংশ ভেঙে পড়লো। বাড়ির একাংশ ভেঙে পড়ায় কোথায়, কিভাবে থাকবেন সেই নিয়ে চিন্তিত পেশায় রিকশাচালক অশোক স্বর্ণকার। তাঁর অভিযোগ, বারংবার পঞ্চায়েতের কাছে সরকারি প্রকল্পে ঘরের জন্য আবেদন করলেও মিলেছে শুধু প্রতিশ্রুতি। পেশায় রিকশাচালক অশোক স্বর্ণকারের তিন মেয়ে তাঁদের কোন রকমে বিয়ে দিয়েছেন, তারপর এই ছোট্ট বাড়িতে বসবাস করেন অশোকবাবু এবং তাঁর স্ত্রী সাবিত্রী স্বর্ণকার।
সাবিত্রীদেবী বলেন, ‘টানা বৃষ্টিপাতের জেরে বাড়ির একাংশ ভেঙে যাওয়ায় তাঁরা অসহায় হয়ে পড়েছেন, স্বামী রিক্সা চালায়, কোনোরকম সংসারটা চলে। অনেক কষ্টে তিন মেয়ের বিয়ে দেওয়া হয়েছে বলে জানান সাবিত্রীদেবী। ভাঙা বাড়িতে থাকতে হচ্ছে এই অসহায় হতদরিদ্র পরিবারকে, একটু একটু করে ধসে পড়ছে বাড়ির চাল থেকে দেওয়ালের মাটি। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এই দরিদ্র পরিবারটি। এই বিষয়ে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের প্রধান জবা সাহা বলেন, ‘একটানা বৃষ্টিপাতের কারণে এই ঘটনা ঘটেছে।’ এই দরিদ্র পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছেন প্রধান।