দুর্গাপুর ইস্পাত কারখানার প্রাক্তন আধিকারিকের রহস্য মৃত্যুকে ঘিরে রবিবার দুর্গাপুরে চাঞ্চল্য ছড়ালো। মৃত ব্যাক্তির নাম অভিজিত ঘোষ (৬৩), কাঁকসার বামুনাড়ার তপোবন সিটির আরণ্যক বনবিথী হাউসিংয়ের ১৭নং টাওয়ারের বাসিন্দা ছিলেন। জানা গেছে, ওই আবাসন থেকে পড়ে মৃত্যু হয় দুর্গাপুর ইস্পাতের ওই প্রাক্তন আধিকারিকের।

আবাসনের নিরাপত্তা রক্ষী সন্ধ্যা রুইদাস জানান, রবিবার বেলা ১টা ১৫ নাগাদ হঠাৎই তিনি উপর থেকে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন তিনি। আবাসনের বাসিন্দারা জানান, অভিজিতবাবু দুর্গাপুর ইস্পাত কারখানার ডিজিএম ছিলেন, বছর তিনেক আগে অবসর নেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায় পুলিশ। আবাসনের বাসিন্দা অভিজিৎবাবুর বন্ধু দেবপ্রসাদবাবু বলেন, ‘অভিজিৎবাবু মানসিক চাপে ছিলেন সেটা আমরা বুঝতে পারতাম, তবে কিভাবে বহুতল থেকে তিনি পড়ে গেলেন তা বুঝতে পারছি না।’ পুলিশ সব দিক খতিয়ে দেখতে তদন্তে নেমেছে।

Like Us On Facebook