বর্ধমানের গর্ব সীতাভোগ ও মিহিদানাকে অবশেষে জিআই স্বীকৃতি দিল কেন্দ্র সরকার। জিআই বা ‘জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন’ তকমা দেওয়ার অর্থ হল, কোনও একটি অঞ্চলের জনপ্রিয় পণ্যকে ভৌগোলিক ভাবে চিহ্নিত করা। ১ এপ্রিল রাতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রি সংস্থার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এরপরেই খুশীর হাওয়া বর্ধমান জেলা জুড়ে। এই স্বীকৃতির ফলে রবিবার থেকে নতুন নামে চিহ্নিত হল ঐতিহাসিক সীতাভোগ ও মিহিদানা। শনিবার রাত থেকেই নামকরণ হল ‘বর্ধমানের সীতাভোগ’ এবং ‘বর্ধমানের মিহিদানা’ নামে। পশ্চিমবঙ্গের মধ্যে ১১ ও ১২তম মৌলিক মিষ্টির সুনামের অধিকারী হল বর্ধমানের ঐতিহাসিক সীতাভোগ ও মিহিদানা। এর আগে রাজ্যের মধ্যে দার্জিলিং-এর চা, নক্সী কাঁথা, শান্তিনিকেতনের চামড়ার সামগ্রী, লক্ষ্ণণভোগ আম, হিমসাগর (ক্ষীরসাপাতি আম), ফজলী আম, শান্তিপুরী শাড়ি, বালুচরী শাড়ি, ধনেখালি শাড়ি, জয়নগরের মোয়া জিওগ্রাফিক্যাল ইনডিকেশনের মধ্যে অন্তর্ভূক্ত হলেও সীতাভোগ, মিহিদানার জিআই পাওয়া নিয়ে গত প্রায় দুবছর ধরে নানা পরীক্ষা নিরীক্ষা চলছিল। জিআই লোগো পাওয়ায় এই মিষ্টি বিপণনে ও বিদেশে রফতানিতেও সুবিধে হবে।
Like Us On Facebook