.
কয়েকদিন ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তাই বুধবার সকাল ১১ টা নাগাদ দুর্গাপুরে দামোদর ব্যারেজ থেকে ৩০৯৫০ কিউসেক জল ছাড়া হল বলে ডিভিসি সূত্রে জানা গেছে। দামোদর ব্যারেজের ডাউন স্ট্রিম দিয়ে এই জল ছাড়া হয় পূর্ব বর্ধমানের দিকে। জানা গেছে, বৃষ্টিপাতের পরিমাণের উপর নির্ভর করেই দামোদর ব্যারেজের জল ছাড়া হয়। পাঞ্চেত, মাইথন জলাধারের ছাড়া জল দামোদর ব্যারেজের আসে। দামোদর ব্যারেজের লক গেটের উপর চাপ বাড়তে থাকে। তাই ডিভিসি দামোদর ব্যারেজে জলের চাপ কমাতে খেপে খেপে জল ছাড়ে।
Like Us On Facebook