রবিবার ভোর থেকে বর্ধমানের ক্ষেতিয়া গ্রাম পঞ্চায়েতের তেঁতরাল এলাকায় তাণ্ডব চালাল একটি মাকনা হাতি। হাতিকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতিটি এলাকায় ঢুকেছে শুনেই স্থানীয় মানুষজন প্রখর দাবদাহের মধ্যেই লাঠি, মশাল নিয়ে বোরো ধানের জমি পাহারা দিতে নামেন। বর্ধমান থানা ও বনদপ্তরকে খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। গ্রামবাসীরা জানান, বেশ কয়েকটি বাড়ি ভাঙার পাশাপাশি প্রচুর ফসল নষ্ট করেছে হাতিটি। এদিন দুপুরে হাতিটিকে তেঁতরাল গ্রামে মাঠের একটি পুকুরে আশ্রয় নিতে দেখা যায়।
Like Us On Facebook