রাতের অন্ধকারে রেস্তোরাঁ কাম বার লক্ষ্য করে দুষ্কৃতিদের বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। ভাতাড় থানার মাহাতা গ্রামের ঘটনা। সকালেও রেস্তোরাঁর ছাদে দেখা মেলে একাধিক বোমার। হতাহতের কোনো খবর নেই। অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে ভাতাড় থানার পুলিশ।
অভিযোগ, গতকাল সন্ধ্যায় মাহাতা গ্রামের ওই বারে তিন যুবক আসে মদ্যপান করতে। কিন্ত তারা রেস্তোরাঁতেই বসে মদ খেতে চাইলে নিষেধ করেন রেস্তোরাঁর মালিক।এরপরই রেস্তোরাঁ মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ওই তিন যুবক। শুধু তাই নয় তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁকে প্রাণনাশেরও হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপর অন্যান্যদের হস্তক্ষেপে তাঁরা চলে গেলেও অভিযোগ, ঠিক তার ঘন্টা খানেক পরে একটি চার চাকা গাড়ি করে ফিরে এসে তাঁরা রেস্তোরাঁ লক্ষ্য করে বোমাবাজি শুরু করে। অভিযোগের পরিপেক্ষিতে তদন্ত শুরু করেছে ভাতাড় থানার পুলিশ।