মেলায় জুয়ার আসর চলার খবর পেয়ে অভিযান চালাতে গিয়ে জুয়াড়ি ও গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ। ঘটনায় তিন পুলিশকর্মী জখম হয়। ভাঙচুর করা পুলিশের গাড়ি। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মথুরাপুর গ্রামে। জখম পুলিশকর্মীদের চিকিৎসার জন্য বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও গ্রামবাসীদের সংঘর্ষের ঘটনাকে ঘিরে রাত থেকেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে।
জানা গেছে, বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় মথুরাপুর গ্রামে আয়োজিত মেলায় বিরাট জুয়ার আসর বসেছে। এরপর মন্তেশ্বর থানার ওসি সৈকত মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বাহিনী ওই গ্রামে অভিযানে যায়। পুলিশকে দেখে জুয়াড়ি ও গ্রামবাসীরা ঝাঁপিয়ে পড়ে পুলিশের উপর। বাধা দেওয়া হয় ধরপাকড়ে। শুরু হয়ে যায় সংঘর্ষ। লাঠি, ইট নিয়ে পুলিশকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। এই সময় গুরুতর জখম হন একাধিক পুলিশ কর্মী। সংঘর্ষের ঘটনায় যুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। এদিনই পুলিশ সুপার ভাস্কর মুখার্জী আহত পুলিশ কর্মীদের দেখতে হাসপাতালে যান।