পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করলো। ধৃতের নাম মতিলাল সেখ। বাড়ি খণ্ডঘোষের কেঁউদিয়া গ্রামে। বুধবার পুলিশ অভিযুক্ত মতিলাল সেখকে বাড়ির বাইরে থেকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়।

ব্যবসায়ী শ্রীকান্ত দাসের সোনার দোকান আছে খণ্ডঘোষের সগড়াই বাজারে। গত ২০ ফেব্রুয়ারি দোকান বন্ধ করে বাইকে দোকানের এক কর্মীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফেরার পথে জুবিলা বাজারে তিনজন দুষ্কৃতি বাইক নিয়ে তাঁর পথ আটকায়। শ্রীকান্ত দাসের বাইকের পিছনে ছিল তাঁর দোকানের কর্মী। তাঁকে প্রথমে দুষ্কৃতিরা বাইক থেকে ঠেলে ফেলে দেয়। এরপর শ্রীকান্ত দাসের কাছে থাকা ব্যাগটি দুষ্কৃতিরা ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দিলে তাঁর ডান পায়ে গুলি চালায় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতিরা। তিনি পড়ে গেলে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ব্যাগে নগদ দু’লক্ষ টাকা সহ কিছু সোনার গহনা ছিল বলে দাবি শ্রীকান্তবাবুর। জখম শ্রীকান্ত দাসকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রাতেই ভর্তি করা হয়। এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, ধৃতের কাছে ডাকাতির সময় ব্যবহৃত বাইকটি পুলিশ উদ্ধার করেছে। তবে টাকা বা সোনার গহনা উদ্ধার করা যায় নি। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাকি বিষয়টি জানার চেষ্টা করবে।

Like Us On Facebook