.
গ্রামবাসীদের আবেদনে সাড়া দিয়ে গলসির সারুল গ্রামে পথবাতি বসানোর উদ্যোগ নিল স্থানীয় পঞ্চায়েত। এদিন সারুল গ্রামে বাতিস্তম্ভ বসানোর জন্য জায়গা পরিদর্শন করলেন গলসি ২ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুজন মন্ডল ও উপ-প্রধান মমতা বাগদি। সুজন মন্ডল জানান, প্রতিটি বাতিস্তম্ভ বসাতে ১ লাখ ১৮ হাজার টাকা করে খরচ হবে। গ্রামের সব রাস্তাতেই বাতিস্তম্ভ বসানোর উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত। আপাতত দশটি বাতিস্তম্ভ বসানো হবে। গ্রামের রাস্তায় আলো জ্বলবে জানতে পেরে গ্রামের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহের সঞ্চার হয়েছে।
Like Us On Facebook