মহা শিবরাত্রি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা থেকে কাঁকসার আড়ার রাঢ়েশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল নামল। শিব মন্দিরকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। এদিন সকাল থেকেই দূরদূরান্তের ভক্তরা মন্দিরে আসতে থাকেন। সন্ধ্যা নামতেই রাঢ়েশ্বর শিব মন্দিরে পুজো দিতে ভক্তদের ঢল নামে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাঁকসা থানার পক্ষ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করে কড়া নজরদারির ব্যবস্থা করেছে মন্দির চত্ত্বরে। শনিবার দিনভর শিবরাত্রি উপলক্ষে পুজো চলবে বলে জানা গেছে।
শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মত এবারও শিব-পার্বতীর বিয়ের অনুষ্ঠান হল পানাগড়ে। এদিন পনাগড়ের বিশ্বকর্মা মন্দির থেকে শিবের বরযাত্রী বের হয়। বরযাত্রী এসে পৌঁছয় পানাগড় দার্জিলিং মোড়ের প্রাচীন শিব মন্দিরে। সেখানে বিয়ের অনুষ্ঠান হয় শিব-পার্বতীর। এদিন বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি বরযাত্রী ও কনে পক্ষের জন্য খিচুড়ি ভোগেরও আয়োজন করা হয়েছিল।