বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। সেইসময় হঠাৎই মাটির নীচে হদিশ মিলল সুড়ঙ্গের। পূর্ব বর্ধমান জেলার ভাতাড়ের মাহাতা গ্রামের ঘটনা। শুক্রবার বিকেলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান ভাতাড় ব্লকের বিডিও। পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাহাতা গ্রামের নিচুপাড়ায় জিয়ারুল মল্লিকের পাকা বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। বিকেলের দিকে মাটি খুঁড়তে খুঁড়তে এদিন বিকেলে মাটির নিচে একটি সুড়ঙ্গের দেখা পান বাড়ির মালিক জিয়ারুল মল্লিক। খবর ছড়িয়ে পড়তেই উৎসাহী মানুষের ভিড় বাড়তে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল যান ভাতাড় ব্লকের বিডিও। পুলিশ আপাতত জায়গাটি ঘিরে রেখেছে। সুড়ঙ্গের ভিতর কি রয়েছে তা আগামীকাল খতিয়ে দেখা হবে বলে জানা গেছে। সুড়ঙ্গটিকে ঘিরে ঐতিহাসিক নিদর্শন খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন এলাকার মানুষজন।