মঙ্গলবার বর্ধমান ডিস্ট্রিক্ট নার্সিং হোম অ্যাণ্ড প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক গুচ্ছ দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় জেলাশসক অনুরাগ শ্রীবাস্তবের হাতে। হাসপাতাল ও নার্সিং হোম মালিকদের দাবি তাঁরা সরকারি গাইড লাইন মেনেচিকিৎসা পরিষেবা দিলেও তাঁদের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় হামলা বন্ধ করতে এবং হামলাকরীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সহ ২০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয় জেলাশাসককে।
Like Us On Facebook