বেসরকারি নার্সিংহোমে রোগীনীর শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বর্ধমান থানার বোরহাট এলাকায়। অভিযুক্ত ওয়ার্ডবয়কে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ পৌঁছে অভিযুক্ত ওয়ার্ডবয়কে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোগীনীর পরিবার ও পুলিশ সূত্রে জানা, গত মঙ্গলবার শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে বর্ধমান শহরের বোরহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে ওই তরুণীকে ভর্তি করা হয়েছিল। অভিযোগ, গতকাল ডাক্তার ছুটি দিতে না চাইলেও ওই তরুণী জোর করে ছুটি নিতে চান। কেন তিনি ছুটি নিতে চাইছেন তখন কারও কাছেই স্পষ্ট ছিল না। ছুটি নিয়ে বাড়ি ফিরতেই তরুণী তাঁর সঙ্গে ঘটা সমস্ত ঘটনা বাড়ির সদস্যদের বলেন। এরপর পরিবারের সদস্যরা এলাকার কিছু বাসিন্দাদের নিয়ে শুক্রবার সেই বেসরকারি নার্সিংহোমে গিয়ে অভিযুক্ত ওয়ার্ডবয়কে জিজ্ঞাসাবাদ করে। সদুত্তর না পেয়ে সেখানেই ওয়ার্ডবয়কে গণধোলাই দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত ওয়ার্ডবয়কে উদ্ধার করে নিয়ে যায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওয়ার্ডবয়কে আটক করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।