মাছের আড়তের নোংরা জলে রাস্তা ভাসছে। সেই নোংরা দুর্গন্ধ জলের উপর দিয়েই স্থানীয় মানুষকে যাতায়াত করতে হচ্ছে। গ্রামের মুখে রোজ এই দৃশ্য দেখে তিতিবিরক্ত গ্রামের মানুষজন শুক্রবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত উখড়ার রথতলা এলাকায়।
উখড়া গ্রামে ঢোকার মুখেই আছে দুটি মাছের আড়ত। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ট্রাকে করে ভিন রাজ্যের মাছ আসে। মাছ নামানোর সময় মাছের সঙ্গে দেওয়া বরফ গলা জল পড়ে রথতলা এলাকায় নোংরা জল জমে যায়। ওই জল থেকে দুর্গন্ধ ছড়ায়। সেই জলের উপর দিয়েই দাস পাড়া, চুনারি পাড়া ও মুসলিম পাড়ার মানুষজনকে যাতায়াত করতে হয়। গোটা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। অথচ স্থানীয় পঞ্চায়েত সব দেখেও চুপ। শুক্রবার স্থানীয় মানুষ এইসব অভিযোগ তুলে এর প্রতিকার চেয়ে প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে উখড়া ফাঁড়ির পুলিশ ও উখড়া পঞ্চায়েত প্রধান রাজু মুখার্জী এসে অবরোধকারীদের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেওয়া হয়।