সততার নজির টোটো চালকের। ফেলে যাওয়া আনুমানিক প্রায় ৮০ হাজার টাকা মূল্যের সোনার গয়না ফিরিয়ে দিলেন যাত্রীর হাতে। ঘটনা পূর্ব বর্ধমানের ভাতাড় এলাকার। হারিয়ে যাওয়া গলার হার ফিরে পেয়ে খুশি যাত্রী।
মঙ্গলবার ভাতাড়ের রবীন্দ্রপল্লীর বাসিন্দা পুষ্প মন্ডল টোটো চেপে বড়বেলুনে ঠাকুর বিসর্জন দেখতে যান। তিনি বাড়ি ফিরে দেখেন, তাঁর গলায় থাকা প্রায় দু’ভরি ওজনের সোনার হারটি নেই। সমস্ত জায়গায় খোঁজ করে না পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি মনে করেন ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে ভিড়ের মধ্যে তাঁর হারটি ছিনতাই করে নিয়েছে কোন দুষ্কৃতী। এদিকে, বুধবার নিজের টোটো চার্জ করতে গিয়ে টোটোর মধ্যে একটি সোনার গহনা দেখতে পান টোটো চালক সঞ্জীব সামন্ত। তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন গতকাল যে যাত্রী তাঁর টোটোয় বড়বেলুন গিয়েছিলেন এই গহনাটি তাঁরই। এরপর সঞ্জীব সামন্ত পুষ্পদেবীর বাড়িতে পৌঁছে তাঁর হাতে প্রায় দু’ভরি ওজনের সোনার হারটি তুলে দেন।