দুর্গাপুরে বিধাননগরের জোনাল মার্কেটে একটি মুদিখানা দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। দমকল আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে মুদিখানা দোকানের পাশেই একটি কেরোসিনের ডিলার পয়েন্টও আগুন ধরে আগুন হয়তো আরও ভয়াবহ আকার নিতে পারত বলে মনে করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ পথ চলতি মানুষ মুদিখানা দোকান থেকে আগুন বের হতে দেখে পুলিশ ও দমকলে খবর দেয়। পুলিশ ও দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায়। দোকান সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে যায়। মুদিখানা দোকানের মালিক রাজেশ গুপ্তার দাবি দোকানে পাঁচ লাখ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। সেই সঙ্গে রাজেশ গুপ্তা সহ জোনাল মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও এই অগ্নিকাণ্ডের জন্য ডিপিএলকেই দায়ী করেন। তাঁদের অভিযোগ ডিপিএলের পুরোনো বিদ্যুতের তার বদলে নতুন তার লাগানোর জন্য বার বার অনুরোধ করলেও ডিপিএল ব্যবসায়ীদের কথায় কর্ণপাত না করায় আজ একটা গোটা দোকান পুড়ে ছাই হয়ে গেল। এদিকে, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর দীপেন মাজি। দীপেনবাবু বলেন, ‘ডিপিএলকে এলাকার পুরানো তার সরিয়ে নতুন তার লাগানোর কথা বলা হবে।’



Like Us On Facebook