মজুরি বৃদ্ধির দাবিতে সাফাই কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার সাফাই কর্মীরা। পুরসভার ২৪০ জন সাফাই কর্মী সোমবার থেকে কর্মবিরতি শুরু করেন। মঙ্গলবার সাফাই কর্মীরা তাঁদের আন্দোলন আরও জোরদার করেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সাফাই কর্মীরা পুরসভার সামনের রাস্তায় ধর্ণায় বসেন। সাফাই কর্মীদের আন্দোলনের জেরে জিটি রোডের সঙ্গে সংযোগকারী রাস্তায় থমকে থাকে যানবাহন চলাচল। খবর পেয়ে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। মজুরি বৃদ্ধির দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে বলে এদিন হুুঁশিয়ারি দেন সাফাই কর্মীরা। এই অবস্থায় সাফাই কর্মীদের অনড় আন্দোলনের জেরে চাপে পরে পুরসভা কর্তৃপক্ষ শেষমেশ এদিনই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
আন্দোলনকারী সাফাই কর্মীদের দাবি ২০১০ সাল থেকে পুরসভা কর্তৃপক্ষের কাছে তাঁরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেই দাবি মানা হচ্ছে না।সাফাই কর্মীদের অনড় মনোভাব দেখে অবশেষে নড়েচড়ে বসে মেমারি পুরসভা কর্তৃপক্ষ। এদিনই আন্দোলনরত সাফাই কর্মীদের সঙ্গে আলোচনায় বসেন পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। স্বপন বিষয়ী জানিয়েছেন, সাফাই কর্মীদের প্রত্যেকে আগে ১৫০ টাকা মজুরি পেত। সেটা বাড়িয়ে এখন থেকে ২০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে ২৬ দিন কাজ করে সাফাই কর্মীরা আগে ৩৯০০ টাকা পেলেও এবার থেকে ৫২০০ টাকা করে পাবে। পুরসভা কর্তৃপক্ষ মজুরি বাড়ানোয় সাফাই কর্মীরা আন্দোলন প্রত্যাহার করে নেন। বুধবার থেকে কাজে যোগ দেবেন বলে পুরসভা কর্তৃপক্ষকে জানিয়ে দেন আন্দোলনকারী সাফাই কর্মীরা।