গত ২৯ জুলাই বর্ধমানের বিজয়রামে রেললাইনের ধার থেকে কার্তিক ঘোষ (৩০) নামে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। মাথায় ইট দিয়ে আঘাতের চিহ্ন ও হাতে ধারালো অস্ত্রের কোপ ছিল। ওই এলাকার মহিলা আশা রায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছিল পরিবার। বিবাহিত ওই মহিলা কার্তিকের কাছ থেকে আর্থিক সুবিধা নিত বলে অভিযোগ। কার্তিকের বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে তাঁকে খুনের হুমকিও দেয় স্থানীয় ওই মহিলা বলে অভিযোগ। ঘটনার পর থেকেই ওই মহিলা ও তাঁর স্বামী বাপী রায় পলাতক ছিলেন।
শনিবার রাতে ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। ওই দম্পতি পুলিশের কাছে খুনের অভিযোগ স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। জানা গেছে, কার্তিক ঘোষ এবং আশা রায়ের মধ্যে অবৈধ সম্পর্ক পরিবার এবং পাড়ায় জানাজানি হওয়ার পর কয়েক মাস আগে অভিযুক্ত দম্পতি বাড়ি ভাড়া নিয়ে শক্তিগড়ে চলে যায়। অভিযুক্ত দম্পতির অভিযোগ, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও বের হতে দিচ্ছিল না মৃত কার্তিক ঘোষ। খুনের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাই শেষমেশ পরিকল্পনা করে যুবককে ডেকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে অভিযুক্ত দম্পতি বলে দাবি পুলিশের। খুনের মামলা শুরু করে তদন্ত করছে পুলিশ।