মধ্যপ্রদেশে গাড়ির মধ্যে এক শিল্পপতি ও তাঁর মেয়ের অস্বাভাবিক মৃত্যুর কিনারা করতে নেমে মধ্যপ্রদেশ পুলিশ শিল্পপতির খোয়া যাওয়া ব্যাগ ও মোবাইল উদ্ধার করল দুর্গাপুরের বেনাচিতির গোঁসাই নগর থেকে এবং ঘটনায় জড়িত থাকার আভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল। মঙ্গলবার মধ্যপ্রদেশ পুলিশ দুর্গাপুর আদালতে ধৃতকে হাজির করে তদন্তের স্বার্থে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশ নিয়ে গেল। জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রঞ্জন রায়। তিনি পাটনার বাসিন্দা। দুর্গাপুরের বেনাচিতির গোঁসাই নগরে এক বন্ধুর বাড়ি থেকে দুর্গাপুর পুলিশের সহায়তায় মধ্য প্রদেশের পুলিশ রঞ্জন রায়কে গ্রেফতার করে।

মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের সাগর জেলায় পাঠারিয়া জাট রোডের আরটিও অফিসের কাছে চলতি মাসের ১৬ জুলাই মধ্যরাতে গাড়ির মধ্যে সিমেন্ট কারখানার মালিক ব্রজেশ চৌরাসিয়া ( ৪৫) ও তাঁর মেয়ে মহিমার (১৮) রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গাড়ির মধ্যে পুলিশ ব্রজেশ চৌরাসিয়ার স্ত্রী রাধাদেবীকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। এই রহস্যজনক মৃত্যু নিয়ে মধ্যপ্রদেশে সেই সময় ব্যাপক হৈচৈ হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রজেশ চৌরাসিয়া ও তাঁর মেয়ের কানের নীচে গুলি করার ক্ষত চিহ্ন পাওয়া যায়। জেলার পুলিশ সুপার অমিত সাঁধি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামেন। পুলিশ ব্রজেশ চৌরাসিয়া ও তাঁর মেয়ে মহিমার মৃতদেহ দুটি উদ্ধার করার সঙ্গে সঙ্গে ব্রজেশ চৌরাসিয়া মোবাইল ও তাঁর ব্যাগ খোয়া যাওয়া কথা জানতে পারে। পুলিশ এরপর রহস্য উন্মোচন করতে তৎপরতা শুরু করে। মৃত শিল্পপতি ব্রজেশ চৌরাসিয়ার স্ত্রী রাধাদেবীর জ্ঞান ফিরলে তাঁর দেওয়া বয়ানে জানান, ঘটনার দিন ব্রজেশ চৌরাসিয়া মেয়ে ও স্ত্রীকে রেস্টুরেন্টে খেতে নিয়ে যাচ্ছিলেন গাড়ি করে। রাস্তায় একটা ঠান্ডা পানীয় খাবার পর তিনি জ্ঞান হারান। তারপর জ্ঞান ফিরে পেলে জানতে পারেন তাঁর স্বামী ও মেয়ের অস্বাভাবিক মৃত্যুর কথা। এরপরেই পুলিশ ব্রজেশ চৌরাসিয়ার খোয়া যাওয়া ব্যাগ ও মোবাইল উদ্ধার করতে তৎপর হয়। মধ্যপ্রদেশের পুলিশ মোবাইল ট্র্যাক করে দুর্গাপুরে মোবাইল ফোনের উপস্থিতি জানতে পারে বলে পুলিশের দাবি। সেইমতো দুর্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করে সোমবার দুর্গাপুরে মধ্যপ্রদেশের পুলিশ চলে আসে এবং দুর্গাপুরের বেনাচিতির গোঁসাই নগরের একটি দোতলা বাড়ির চিলে কোঠায় ব্রজেশ চৌরাসিয়ার খোয়া যাওয়া ব্যাগ ও মোবাইল উদ্ধার করে। মধ্যপ্রদেশ পুলিশের দাবি ওই ব্যাগে মোটা অঙ্কের নগদ টাকা পাওয়া গেছে। মধ্যপ্রদেশের সিভিল লাইনের পুলিশ আধিকারিক গৌরব শর্মা বলেন, ‘ব্রজেশ চৌরাসিয়া খোয়া যাওয়া ব্যাগ থেকে তাঁর মোবাইলটিও উদ্ধার করা হয়েছে। এবং ঘটনার দিন পাঠারিয়ায় উপস্থিতির প্রমাণ পেয়ে সন্দেহভাজন ব্যাক্তি হিসেবে রঞ্জন রায়কে গ্রেফতার করা হয়েছে।’ গৌরব শর্মা যদিও তদন্ত চলছে বলে বেশি কিছু আর বলতে চাননি এদিন।

Like Us On Facebook