ফের কাটমানি ফেরৎ দেওয়ার দাবিতে সোমবার সকালে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের কাঁকসা ব্লকে। কাঁকসার বিজেপি কর্মীরা কাঁকসার বিজেপি ব্লক সভাপতি রাজকুমার সিং-এর নেতৃত্বে সোমবার সকালে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তথা কাঁকসা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী যুব তৃণমূল নেতা হ্যাপি বৈদ্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। প্রধানমন্ত্রী আবাস যোজনার গরীব মানুষদের বাড়ি পাইয়ে দিতে কাটমানি নেওয়ার অভিযোগে এদিন বৈদ্য দম্পতির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।

বিজেপি কর্মীদের অভিযোগ, স্বামী-স্ত্রী মিলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরীব মানুষদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য মোটা অংকের কাটমানি নিয়েছেন তাই গ্রামবাসীদের সেই কাটমানি ফেরৎ দেওয়ার জন্য আজকের এই বিক্ষোভ কর্মসূচি। বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। বৈদ্য দম্পতির বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়।

স্বপ্না বৈদ্য কাটমানি নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘স্থানীয় বিজেপি নেতা রাজকুমার সিং মোটা টাকার তোলা চেয়ে আমাকে হুমকি ফোন করছে। পুলিশকেও বিষয়টি জানিয়েছি। তোলা না পেয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তাই এই সব বিক্ষোভ মিছিল, বাড়ি ঘেরাও করে আমার উপর চাপ সৃষ্টি করতে চাইছে। আমি যদি কাটমানি নিয়ে থাকি তাহলে কেন আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছে না বিজেপি কর্মীরা?’

এদিকে বিজেপি নেতা রাজকুমার সিং বলেন, ‘হ্যাপি বৈদ্য ও তাঁর স্ত্রী স্বপ্না বৈদ্য ক্ষমতার অপব্যবহার করে গরীব মানুষদের বাড়ি পাইয়ে দিতে গ্রামবাসীদের কাছ থেকে কাটমানি নিয়েছে। এখন সেইসব গ্রামবাসীরা স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্যের কাছে টাকা ফেরৎ চাইছে। গ্রামবাসীদের সেই টাকা অবশ্যই ফেরৎ দিতে হবে। নচেৎ এবার বৃহত্তর আন্দোলন চলবে বাড়ির সামনে।’ উল্লেখ্য, এর আগেও রাজকুমার সিং-এর হুমকি ফোনের অভিযোগে স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্য থানায় রাত্রি যাপন করছিলেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


স্বপ্না বৈদ্য

রাজকুমার সিং

Like Us On Facebook