.
বিসিসিএলের বেগুনিয়া খনি প্রজেক্টে জমিহারা পরিবারগুলি বিসিসিএলের বরাকরের এরিয়া জোনাল ম্যানেজারের অফিসের সামনে বাড়ির গবাদি পশু নিয়ে ধর্ণায় বসলেন। জানা গেছে, যখন খনি প্রকল্প হয়েছিল তখন চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে জমি অধিগ্রহণ করেছিল বিসিসিএল। ধানজমিতে কয়লা উত্তোলন শুরু করলেও প্রায় ২২ টি পরিবার এখনও চাকরি পায়নি। আর তাই পরিবারের সদস্যরা বেগুনিয়া খনির বাইরে বিক্ষোভ অবস্থান শুরু করেছে। শুধু পরিবারের লোকেরাই নয় বাড়ির গবাদি পশু এনে তাঁরা বিক্ষোভ শুরু করেছেন। দাবি চাকরি ও ক্ষতিপুরণ দিতে হবে। যদিও বিসিসিএলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চাইছে না। জানা গেছে ২০১২ সালে এই প্রকল্প শুরু হয়। বড়িরা দামাগড়িয়া দিঘারি সহ প্রায় ৮ টি মৌজার জমি অধিগ্রহণ করে বিসিসিএল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook