সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে আসানসোল জেলা হাসপাতালে নার্সরা বিক্ষোভ দেখালেন। চিকিৎসকদের পর শুক্রবার বিক্ষোভে সামিল হলেন আসানসোল হাসপাতালের নার্সরা। হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্পের দাবি সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে এদিন ধিক্কার দিবস পালন করেন আসানসোল হাসপাতালের নার্সরা।
শুক্রবার আসানসোল হাসপাতালের নার্সরা পরিষেবা চালু রেখে বিক্ষোভে সামিল হন। চিকিৎসকদের মতই হাসপাতালের সেবিকারা আসানসোল জেলা হাসপাতালে পুলিশ ক্যাম্পের দাবি তোলেন। বিক্ষোভে সামিল হয়ে জেলা হাসপাতালের সেবিকাদের পক্ষ থেকে বারবার দাবি করা হয় তাঁরা হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর ও আউটডোরের সমস্ত জায়গাতেই সুষ্ঠ পরিষেবা বজায় রেখেছেন। এনআরএসে পরিবহ মুখার্জীর আক্রান্ত হওয়া থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যকর্মীদের বারবার আক্রান্ত হওয়ার বিষয়ে তাঁরা তীব্র নিন্দা করেন৷ একই সাথে এদিন তাঁরা বুকে কালো ব্যাজ পড়ে ধিক্বার দিবস পালন করেন। তাঁরা বলেন, ‘ভয়হীন সুস্থ পরিবেশ বজায় রেখে সুষ্ঠভাবে তাঁদের কাজ করার অধিকার দিতে হবে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?