সম্পত্তির দাবিতে দুই ছেলে ৮৫ বছরের বৃদ্ধ বাবাকে হাতে-পায়ে দড়ি বেঁধে পাঁচ দিন অন্ধকার ঘরে আটকে রাখলেন বলে অভিযোগ। পড়শিরা যাতে নির্মম ঘটনার আঁচ করতে না পারেন তার জন্য কীর্তিমান দুই ছেলে বৃদ্ধ বাবার ঘরে টিভির ভলিউম বাড়িয়ে রাখলেন। কিন্তু রাখে হরি তো মারে কে। পড়শিদের সন্দেহ হওয়ায় পুলিশ খবর পেয়ে এসে কীর্তিমান দুই ছেলেকে আটক করে শ্রীঘরে পাঠালো এবং বৃদ্ধ বাবাকে উদ্ধার করে
সসম্মানে বাঁচার আশ্বাস দিল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পানাগড়ের প্রয়াগপুরে।
জানা গেছে, একসময়ের পেশায় ট্রাক চালক অমরনাথ নারায়ণ(৮৫) স্ত্রী বিয়োগের পর কার্যত বিপন্ন হয়ে পড়ায় তাঁর দুই ছেলে অশোক নারায়ণ ও রবিন্দর নারায়ণ বাবার সম্পত্তি দখলের চেষ্টায় বৃদ্ধ বাবাকে বাড়ির মধ্যে হাত-পা বেঁধে আটকে রাখেন। পড়শিদের যাতে কোন সন্দেহ না হয় বা বাবার গোঁঙানির আওয়াজ বাড়ির বাইরে না আসে সেই জন্য বাড়ির মধ্যে অন্ধকার ঘরে আটকে রেখে টিভির ভলিউম বাড়িয়ে রাখেন বলে অভিযোগ পড়শিদের। টিভির ভলিউম বাড়িয়ে রখাই কাল হল। সব সময় কেন এত জোরে টিভি চলছে সেই নিয়ে বৃহস্পতিবার পড়শিদের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধ অমরনাথ নারায়ণকে উদ্ধার করে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। এবং পুলিশ কর্তারা অমরনাথবাবুকে সসম্মানে বাঁচার আশ্বাস দেন। একই সঙ্গে পুলিশ কীর্তিমান দুই ছেলেকে শ্রীঘরে পাঠায় বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?