কখনও টাকা চেয়ে হুমকি, আবার কখনও এলাকা ছাড়া করার হুমকি। বিজেপির এক স্বঘোষিত নেতার হুমকি ফোনে আতঙ্কিত এক পঞ্চায়েত সদস্য এখন সপরিবারে থানার মধ্যে আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসায়।
অভিযোগ, লোকসভা ভোটের হাওয়া বিজেপির দিকে যেতেই কাঁকসার ব্লক সভানেত্রী তথা তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্যের ফোনে ক্রমাগত হুমকি ফোন আসতে শুরু করেছে। ফোনের উল্টো দিক থেকে নিজেকে বিজেপির নেতা বলে জনৈক রাজ কুমার নামে এক ব্যক্তি স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্যকে কখনও ৩ লাখ, কখনও ৪ লাখ টাকা দেওয়ার দাবি জানাচ্ছে বলে অভিযোগ। টাকা না দিলে তাঁদের এলাকা ছাড়া করা হবে বলেও নাকি হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্বপ্না বৈদ্যর। পাশাপাশি প্রাণহানি ও বাড়ি ভাঙচুরেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্বপ্না বৈদ্য ও তাঁর স্বামী হ্যাপি বৈদ্যর। পুলিশকে বার বার অভিযোগ জানালেও পুলিশ বাড়ির সামনে দুই সিভিক ভলান্টিয়ার বসিয়ে দিয়ে দায় সেরেছে বলে অভিযোগ স্বপ্না বৈদ্যর। নিরাপত্তাহীনতায় ভুগে শাসকদলের ব্লক সভানেত্রী ও পঞ্চায়েত সদস্য এখন কাঁকসা থানাতে সপরিবারে রাত কাটাচ্ছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রীর অভিযোগ অস্বীকার করে কাঁকসার বিজেপি নেতা রমণ শর্মা বলেন, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছিলেন কাঁকসার পঞ্চায়েত সদস্য স্বপ্না বৈদ্য। গরীব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকা আত্মসাৎ করায় গরীব মানুষ সেই টাকা এখন ফেরৎ চাইছে সভানেত্রীর কাছে। তাই আতঙ্কিত হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের কাঁকসার ব্লক সভানেত্রী। এই ঘটনার সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?